লেখিকাঃ তানজিল মীম
----"প্লিজ ভাইয়া এমন করবেন না আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে....
"প্রচন্ড বেগে ঘাবড়ে গিয়ে কথাটা বললাম আমি রিয়াদ ভাইয়াকে'!!আর আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠলেনঃ
----"তুই যদি চাস আমি এমনটা না করি তাহলে সেখানে জুতো ছিল সেখানে রেখে আয়....
----"তুমি এমন কেন কোথায় ভাবলাম আমায় জুতো চুরি করতে সাহায্য করবে তা না উল্টো রেখে আসতে বলছো...
----"তুই কি যাবি নাকি তোর এই লুঙ্গি ড্যান্সের পিকগুলো সবাইকে দেখাবো,সাথে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে তোকে রাতারাতি ফেমাস বানিয়ে দিবো....
----"না না এমন করো না....
----"তাহলে যা তাড়াতাড়ি....
----"বলছিলাম কি যেতেই হবে আমি তোমায় ফিপটি পার্সেন্ট শেয়ার দিবো যাও....
----"তোর ফিপটি পার্সেন্ট লাগবে না আমার তুই গিয়ে রেখে আয় জুতো....
----"ধুর ভালো লাগে না কোথায় ভাবলাম জুতো চুরি করে পাঁচ হাজার টাকা পাবো....
----"তুই না কিছুক্ষন আগেও ২০,০০০টাকা নিলি...
----"তাতে কি হইছে....
----
----"ওভাবে তাকানোর মতো কিছু বলি নি...
----
----"ধুর ছাতা,,
"এই বলে আবার জুতো জোড়া যেখান থেকে এনেছিলাম সেখানেই রেখে আসলাম'!!শুধুমাএ ওই ছবিগুলোর জন্য এমনটা করা লাগলো না হলে এই তানজুকে হারানো এত সহজ নয় হুহ....
"কিন্তু বিলেতি হনুমানটায় ছবিগুলো তুললো কহন,এর মানে লুকিয়ে লুকিয়ে আমাদের নাচ ও দেখছে হায় রে শয়তান একটা,,তোর গুষ্টির তুষ্টি....
"এবার ঘটনাটা বলা যাক কেন তানজু কাজটা করলো'!!কয়েক মুহূর্ত আগে রিয়াদকে দেখে ভয়ে বলে উঠল তানজুঃ
----"আপনি...
----"হুম আমি কি করছিস তুই...
----"না মানে কিছু করছিলাম না তো...
----"তোর হাতে কি দেখি...
----"কই কিছু না তো...
-----"দেখা বলছি....
"শেষমেশ কোনো উপায় না পেয়ে দেখিয়ে দিলাম'!!রিয়াদ ভাইয়া তো হাতে জুতো দেখে অবাক হয়ে বললোঃ
----"জুতো দিয়ে কি করছিস তুই....
----"না কিছু করছিলাম না তো...
----"কার জুতো এগুলো...
----"ওই দুলাভাইর....
----"কি..
----"আরে চিল্লাও কেন?জামাইর জুতো চুরি করেছি তাতে কি হয়েছে...
----"তুই এক্ষুনি গিয়ে যেখানের জুতো সেখানে রেখে আসবি....
----"যদি না রাখি কি করবে তুমি...
----"কি করবো?'
"এই বলে রিয়াদ ভাইয়া তার ফোনটা বের করে কালকের সেই লুঙ্গি ড্যান্স গানের পিকগুলো দেখালো সাথে সাথে চোখ আমার চড়ুই গাছ'!!শেষমেশ বাধ্য হয়ে রাখাই লাগলো...
----"শালা হনুমান, খচ্চর,তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস....(মনে মনে)
----"কি ভাবছিস তুই,নিশ্চয়ই আমায় গালাগালি করছিস তাই না....
"হর্ঠাৎই আমার ভাবনার মাঝখানে কথাটা বলে উঠল রিয়াদ ভাইয়া'!!ওনার কথা শুনে বলে উঠলাম আমিঃ
----"কই কিছু না তো...
"বলেই সাইট কেটে চলে আসলাম আমি!'
----"শালায় বুঝলো কেমনে গালি দিচ্ছিলাম...(মনে মনে)
"এদিকে রিয়াদ হাসতে হাসতে শেষ'!!এ মেয়ে যে আসলেই পাগল আর দুষ্ট টাইপের তা বুঝতে বাকি রইলো না রিয়াদের....
"হাসতে হাসতে বিয়েতে মনোযোগ দিলো সে....
.
.
.
"যেহেতু আমি জুতো চুরি করতে পারলাম না'!!তাই আর কোনো ঝামেলা ছাড়াই বিয়ে হয়ে গেল শিউলি আপুর'!!কিছুক্ষণের মধ্যেই তাকে বিদায় দেওয়া হবে.....
কান্নার শব্দে পুরো বাড়ি থমকে গেছে'!!আমারও কান্না পাচ্ছে কিন্তু আমি কানমু না কানলে আমার মেকাপ নষ্ট হয়ে যাবে...
কিন্তু না শেষমেশ আর পারলাম না সবার কান্না দেখে আমারও কান্না পেলো আমিও শিউলি আপুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম'!!কাঁদতে কাঁদতে বললামঃ
----"তুমি ভালো থেকো শিউলি আপু আর মাঝে মধ্যে আমায় মিসকল দিতে ভুইলো না কিন্তু,তোমায় অনেক মিস করবো.....
"শিউলি আপুও কান্না করলো অনেক্ক্ষণ খালামনি,খালু নানাভাই সবাইকে ধরেই কেঁদেছে সে'!!তারপর জোর করে বসিয়ে দেওয়া হলো তাকে গাড়িতে...
"তারা বসতেই গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে.....
"ধীরে ধীরে জমজমাট পরিবেশ কুটকুটে নীরবতায় ঘিরতে শুরু করল'!!অনেক আত্মীয় স্বজন চলে যেতে লাগলো'!!আমরাও ঢুকে পরলাম বাড়ির ভিতরে.....
_____________________
"রাত_৮ঃ০০টা.....
"বাড়ির ছাঁদের উপর গোল হয়ে বসে আছি আমি,রুহি,তরী,শিফা,রিয়াদ ভাইয়া,আহান ভাইয়া,দিহান ভাইয়া,সাথে দিহান ভাইয়ার কিছু বন্ধু বান্ধব...
"আমাদের উদ্দেশ্য হলো জমিয়ে আড্ডা দেওয়া....
"হর্ঠাৎই আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতে একটা ছোট্ট মোটা লাঠিকে মাইক বানিয়ে বলে উঠলামঃ
----"লেডিস এন্ড জেন্টালমেন এটেন শন প্লিজ...
"সাথে সাথে সবাই তাকালো আমার দিকে'!!আমি গলাটা একটু ঝারা দিয়ে বলে উঠলামঃ
----"যেহেতু আমরা সবাই মিলে এখানে আড্ডা দিতে এসেছি তাই আড্ডার মজলিস জমাতে আমরা সবাই মিলে একটা গেম খেলবো...
"আমার কথা শুনে আহান ভাইয়া অতিআগ্রহের সাথে বলে উঠলেনঃ
----"কি গেম...
----"ট্রুথ আর ডেয়ার...,ট্রুথ যা জিজ্ঞেস করবো তা সত্যি বলতে হবে আর ডেয়ার যা করতে বলবো তা করতে হবে....
"আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠলেনঃ
----"আমি খেলবো না....
----"কেন তুই খেলবি না কেন?(দিহান)
----"আরে ভাইয়া বুঝতে পারছো না রিয়াদ ভাইয়া হয়তো ভয় পেয়ে গেছে....
----"হোয়াট,এই রিয়াদ কিছুতে ভয় পায় না...
----"তাহলে খেলতে ভয় পাচ্ছো কেন?
----"আমি ভয় পাচ্ছি না...
----"ঠিক আছে মানলাম তুমি ভয় পাচ্ছো না তাহলে খেলতে রাজি হচ্ছো না কেন?
"তানজুর কথা শুনে রিয়াদ রেগেই বলে উঠলঃ
----"আমি রাজি...
----"এই না হলে কথা জিও ভাইয়া...
"এমন সময় দিহান ভাইয়া বলে উঠলঃ
----"খেলাটা কিভাবে শুরু করবি বল...
----"হুম বলছি ভাইয়া আমরা সবাই মিলে গোল হয়ে বসবো আর সবার মাঝখানে দেওয়া হবে এই বড় কাঁচের বিয়ারের বোতল...
"আমার হাতে বিয়ারের বোতল থেকে সবার চোখ বড় বড় হয়ে গেল'!!দিহান ভাইয়া কিছুটা ঘাবড়ে গিয়ে বললোঃ
----"এটা তুই কোথায় পেলি...
----"ডোন্ট ওয়ারি ভাইয়া এটা যে আমি তোমার রুম থেকে পেয়েছি এটা কাউকে বলবো না...
"সাথে সাথে সবাই হেঁসে দিল'!!আশ্চর্য এখানে হাসার মতো কিছু বলেছি নাকি'!!আমি কিছুটা অবাক হয়ে বললামঃ
----"তোমরা হাসছো কেন?
----"না কিছু না....(শিফা)
----"যাক গে এখন খেলায় ফিরে আসা যাক....
"আগে সবাই গোল হয়ে বসো'!!তারপর একে একে আমরা সবাই গোল হয়ে বসলাম'!!
"প্রথমে আমি আমার ডানপাশে দিহান ভাইয়া,তারপর দিহান ভাইয়ার দুটো ফ্রেন্ড আবির ভাইয়া আর আরিফ ভাইয়া তারপর আহান ভাইয়া আমার সোজাসুজি রিয়াদ ভাইয়া, রিয়াদের পাশে তরী,তারপর রুহি,শিফা তারপর আবার আমি এইভাবে সবাই একসাথে গোল হয়ে বসলাম'!!সবাই বসতেই আহান ভাইয়া বলে উঠলঃ
----"এখন কি করবো...
----"বেশি কিছু না ভাইয়া এই বোতলটা সবার মাঝখানে রেখে ঘোরানো হবে যার দিকে এই বোতলের মুখের দিকটা থেমে যাবে তাকে এই কাগজগুলোর মধ্যে একটা চুজ করতে হবে,কাগজের ভিতর যেটা থাকবে তাকে সেটাই নিতে হবে....
তারপর আর কি ট্রুথ পরলে যা জিজ্ঞেস করা হবে তা সত্যি বলতে হবে আর ডেয়ার পরলে যা করতে বলবো তা করতে হবে....
----"ইন্টারেস্টিং গেম তো....(আহান)
"মুচকি হেঁসে বললাম আমি'!!
----"এখন তাহলে খেলাটা শুরু করা যাক'!!
"আমার কথা শুনে সবাই উৎসাহের সাথে বলে উঠলঃ
----"হুম....
"সবার উওর পেতেই বোতলটাকে সবার মাঝখানে রেখে ঘোরালাম আমি'!!সবাই তাকিয়ে রইল বোতলের দিকে'!!প্রথম বোতল থামলো গিয়ে দিহান ভাইয়ার দিকে'!!ভাইয়ার দিকে বোতল থামতেই আমি চেঁচিয়ে বলে উঠলামঃ
----"এখন এই বাটির ভিতর থেকে একটা চুজ করো ভাইয়া....
"দিহান শুকনো ঢোক গিলে একটা কাগজ উঠালো কাগজের উপরে লেখা ট্রুথ'!!লেখাটা দেখে শিফা বলে উঠলঃ
----"ভাইয়ার ট্রুথ পড়েছে ভাইয়াকে প্রশ্ন আমি করবো....
"দিহান শিফার দিকে তাকিয়ে বললোঃ
----"ঠিক আছে বল কি বলবি...
----"সত্যি বলবে কিন্তু ভাইয়া....
----"হুম....
----"তোমার কতগুলো গার্লফ্রেন্ড আছে?'
"শিফার কথা শুনে আমিও বলে উঠলামঃ
----"হুম ভাইয়া বলো তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে....
----"আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি পিওর সিঙ্গেল....
"ভাইয়ার কথা শুনে আমি সন্দেহ চোখে তাকিয়ে বলে উঠলামঃ
----"সত্যি বলছো তুমি....
----"হুম সত্যি বলছি...
----"তাহলে তুমি যে সেদিন রাতে একটা মেয়ের সাথে কথায় বলেছিলে সেটা কে ছিল....
----"ও আমার গার্লফ্রেন্ড নয় জাস্ট ফ্রেন্ড....
----
----"আরে আমি সত্যি বলছি...
----"ঠিক আছে যাও...
"এই বলে বোতলটাকে আবার ঘুরালো শিফা'!!এইবার বোতলটা গিয়ে থামলো সোজা আহান ভাইয়ার সামনে'!!আহান ভাইয়ার সামনে পরতেই আমি চেঁচিয়ে বলে উঠলামঃ
----"এই না হলে কথা বিলেতি ভাইয়া আপনি তৈরি তো...
"আমার কথা শুনে আহান ভাইয়া ভাব নিয়ে বললেনঃ
----"হুম....
"তারপর তারদিকে এগিয়ে দিলাম কাগজের বাটিটাকে'!!ভাইয়া একটা কাগজ উঠালো যেখানে লেখা ছিল ডেয়ার...
"আমি ডেয়ার দেখে হাতে তালি দিয়ে বলে উঠলামঃ
----"ভাইয়াকে ডেয়ার আমি দিবো....
----"হুম বলো কি করতে হবে আমায়...
----"যা বলবো করতে হবে কিন্তু....
----"হুম করবো তুমি আগে বলো তো...
----"আপনাকে লুঙ্গি পড়ে লুঙ্গি ড্যান্স গানে নাচতে হবে....
"আমার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আহান ভাইয়ার'!!শুকনো ঢোক গিলে বললো সেঃ
----"করতেই হবে...
----"খেলার নিয়ম করতে তো হবেই...
----"ঠিক আছে আমি রাজি...
----"এই না হলে কথা,তরী যা তো ভাইয়ার জন্য একটা লুঙ্গি নিয়ে আয়....
"তরীও আমার কথা শুনে দৌড়ে চলে গেল'!!কিছুক্ষনের মধ্যে লুঙ্গি নিয়ে এসে দিলো আহান ভাইয়ার কাছে'!!তারপর কথা মতো লুঙ্গি ড্যান্স গানটা ছেড়ে দিলাম তাকে'!!তারপর উড়াধুরা নাচতে লাগলেন উনি,আর আমরা হাসতে লাগলাম....
"৫ মিনিট পর....
----"হয়েছে ভাইয়া আর নাচতে হবে না আপনাকে...
"আহান ভাইয়া আমার কথা শুনে খুশি হয়ে বললোঃ
----"উফ,এতক্ষণ পর যেন প্রাণ ফিরে এলো তবে যাই বলো কাজটা করতে কিন্তু আমার খুব ভালো লেগেছে....
----"দেখতে হবে না কাজটা দিয়েছে কে?
"স্ট্যাইল মেরে...
"আমার কথা শুনে হাসলো সবাই!'তারপর আমরা আবারো খেলায় মনোযোগ দিলাম....
"এবারে বোতল গিয়ে থামলো সোজা শিফার দিকে'!!শিফার ও ডেয়ার পড়েছে'!!ডেয়ার পরতেই শিফা ঘাবড়ে গিয়ে বললোঃ
----"ডেয়ার, প্লিজ সবাই ভালো কিছু করতে বলো....
----"তোকে ডেয়ার আমি দিমু'!!আগের বার তুই আমায় দিয়েছিলি না...
আমার কথা শুনে আরো ঘাবড়ে গেল শিফা'!!এর আগের বার তানজুকে দিয়ে পুরো উঠান দৌড় করিয়ে ছিল শিফা তার বদলার হিসেবে তানজু এখন কি করতে বলবে ভাবতেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শিফার'!!শিফা মিনমিন কন্ঠে বলে উঠলঃ
----"কি করতে হবে আমায়...
----"তোকে যেটা করতে হবে তুই এক দৌড়ে নানাভাইর রুমে যাবি তারপর তার হাত ধরে বলবি,নানাভাই আমি বিয়ে করমু....
"আমার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল সবার'!!শিফার তো হাত পা এখনি কাঁপছে এটা বলবে সে....
----"বলছিলাম কি করতেই হবে....
"সবাই একসাথে বলে উঠলঃ
----"হুহ...
"ভয়ে ভয়ে শিফা চলে গেল নানাভাইর রুমের দিকে'!!বিছানায় বসে ছিল নানাভাই,আর আমরা সবাই দরজার বাহিরে'!!শিফা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে পিছন ঘুরে বললো আমাদেরঃ
----"বলছিলাম কি অন্যকিছু করলে চলতো না...
"ফট করে বলে উঠলাম আমিঃ
----"না....
"শিফা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে নানাভাইকে বললোঃ
----"নানাভাই...
"আচমকা শিফার কন্ঠ শুনে নানা ভাই পিছন ঘুরে তাকালো'!!চোখে চশমাটা ঠিক করতে করতে বলে উঠল সেঃ
----"হুম বলো নানাভাই....
"ফট করেই শিফা গিয়ে ধরলো নানাভাইর হাত'!!তারপর মিনমিন কন্ঠে বললো সেঃ
----"নানা ভাই....
----"হুম বলো কি হয়েছে...
----"নানা ভাই আমি বিয়ে করতে চাই...
"বলেই এক দৌড় শিফা!'শিফার আহামরি কাজে নানাভাইর কি রিয়েকশন দেওয়া উচিত ছিল ভুলে গেছে সে'!!পরক্ষণেই খটখট করে হেঁসে দিল নানাভাই'!!আর নানাভাইর হাসি দেখে আমরাও দরজা বাহিরে দাঁড়িয়ে হেঁসে দিলাম'!!
_____________________________________
____________________
"পরপর সবাই অনেককিছু করেছে যেমন তরীর ট্রুথ পরায় ও সুন্দর একটা ছড়া শুনিয়েছে আমাদের'!!রুহির ডেয়ার পরায় রুহিকে কাজের মহিলাকে সাজিয়ে পুরো ছাদ ঝাড়ু দিয়েছি আমি'!!আর আবির,আরিফ ভাইয়াদের ডেয়ার পড়ায় "মুন্না বাদনাম হুয়া ডারলিং তেরে লিয়ে"--গানে নাচ করিয়েছি আমি'!!সবাই চটে আছে আমার উপর না জানি আমি ডেয়ার পরলে কি করবে এঁরা,ভাবতেই এখন ভয় লাগছে আমার'!!আবারো বোতল ঘুরানো হলো এইবার গিয়ে বোতল থামলো সোজা রিয়াদ ভাইয়ার সামনে'!!রিয়াদ ভাইয়ার সামনে বোতল থামতেই আমি কি বলবো'!!তার আগেই সবাই চেঁচিয়ে বলে উঠলঃ
----"এইবার খেলা জমবে অনেকক্ষন যাবৎ অপেক্ষা ছিলাম কখন তোর চান্স আসবে... (আহান)
----"আমাকে কি করতে হবে....
"সাথে সাথে কাগজের বাটিটা এগিয়ে দিলাম আমি রিয়াদ ভাইয়ার দিকে'!!রিয়াদ ভাইয়া কাগজ উঠানোর আগে বলে উঠলঃ
----"আমার একটা শর্ত আছে....
----"তোর আবার কি শর্ত আছে... (দিহান)
----"এটাই শর্ত আমার ডেয়ার পরলে আমি কিন্তু ওই লুঙ্গি পরতে পারবো না...
"রিয়াদের কথা শুনে হেঁসে দিল সবাই'!
----"ঠিক আছে ভাইয়া তোমাকে না হয় অন্যকিছু করতে বলবো শয়তানি হাসি দিয়ে....
"তানজুর কথা শুনে অনেকটাই ঘাবড়ে যায় রিয়াদ'!!কিন্তু বাহিরে তা প্রকাশ করলো না সে'!!এক বুক সাহস নিয়ে বললো সেঃ
----"ঠিক আছে আমি রাজি...
----"তাহলে একটা কাগজ উঠান...
"ভয়ে ভয়ে রিয়াদ তুললো একটা কাগজ'!!রিয়াদের ভাগ্য ভালো তাই কাগজে লেখা ছিল ট্রুথ'!!যা দেখে রিয়াদ শ্বাস ফেলে বলে উঠলঃ
----"হুম এখন বলো কি সত্যি কথা বলবো আমি'!!
"রিয়াদ ভাইয়ার কথা শুনে ঘাবড়ে গেছি আমি'!!হায় রে ভাইয়ার ট্রুথ পড়েছে এর মানে আর শুধু ডেয়ার আছে আমি তো তিনটে কাগজেই ট্রুথ লিখছিলাম, হায় রে এখন কি হবে তোর এরা তোর সাথে কি করবে কে জানে....
----"কি হলো কোথায় হারিয়ে গেলি তুই...
"আচমকা রিয়াদ ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম আমি'!!কিছুটা কাঁপা কাঁপা গলায় বললামঃ
----"কি হুম, বলো....
----"কি কিছু জিজ্ঞেস করবি না আমায়? '
----"হুম করবো তো...
"আমিও কিছু বলার আগেই রুহি বলে উঠলঃ
----"রিয়াদ ভাইয়াকে প্রশ্ন আমি করবো...
----"হুম কেন না কর...
"রুহি অনেক ভেবে চিন্তে বললোঃ
----"ভাইয়া তোমার কতগুলো বিলেতি মেয়ে ফ্রেন্ড আছে...
"রুহির কথা শুনে রিয়াদও নিশ্চিতে সুন্দর ভাবে বলে দিলঃ
----"আছে বেশ কয়েকটা মেয়ে ফ্রেন্ড....
----"আর এদের মধ্যে গার্লফ্রেন্ড কে ভাইয়া....
"শিফার কথা শুনে রিয়াদ ভাইয়া হাল্কা হেঁসে বললোঃ
----"এটা তো কথা ছিল না একটা প্রশ্ন করার ছিল কিন্তু....
"হাসলো সবাই'!!আর আমার হাসি উড়ে গেল'!!হর্ঠাৎই রিয়াদ বলে উঠলঃ
----"যেহেতু আমরা সবাই খেলাটা খেলে ফেলেছি আর এখন শুধু বাকি রইলো তানজু তাই এখন ট্রুথ না ডেয়ার সেটা দেখা যাক তানজুর....
"হায় রে রিয়াদ ভাইয়ার কথা শুনে শুকনো ঢোক গিললাম আমি'!!সবার দিকে তাকাতেই আরো ভয় লাগছে সবাই যেভাবে তাকিয়ে আছে আমার দিকে তাতে মনে হয় না এরা সহজ কোনো ডেয়ার দিবে,আমি একটু আমতাআমতা করে বললামঃ
----"বলছিলাম কি আমায় না আম্মু বলেছিল তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পরতে তাই বাকি খেলা আমরা কাল খেলি...
"বলেই যেই না পালাতে যাবো সাথে সাথে রিয়াদ ভাইয়া এসে চেপে ধরলো আমার হাত'!!তারপর বললো সেঃ
----"সেটা তো শুনছি না,আমরা সবাই খেলেছি তুই না খেললে চলবে নাকি,এই রুহি,তরী,শিফা ওকে ধর না হলে পালিয়ে যাবে....
"সাথে সাথে ওরা এসে ধরলো আমায়'!!রিয়াদ ভাইয়া বাটিতে থাকা একটা কাগজ তুলে দেখালো সবাইকে যেখানে লেখা "ডেয়ার".....!সাথে সাথে সবাই চেঁচিয়ে বলে উঠলঃ
----"এইবার তোমায় বাঘে পাইছি সবাইকে এতক্ষণ উল্টো পাল্টা কাজ করিয়েছিস না তুই এখন তোকেও আমরা সেইসব কাজ করাবো....(রুহি)
----"হায় রে তানজু আপু গেছো তুমি... (তরী)
----"এবার তোকে কে বাঁচাবে তানজু আমাদের সবাই উল্টো পাল্টা গানে নাচ করিয়েছিস তুই.. (আবির)
"এদিকে এদের সবার থ্রেট শুনে কাঁপা কাঁপা গলায় বলে উঠল আমিঃ
----"এটা কিন্তু ঠিক না,আমার মতো ইনোসেন্ট মাইয়ার লগে তোমরা এমন করতে পারো না,আমি তোমগো সবার নামে থানায় জিডি করমু....
----"তা বললে তো শুনছি না এই সবাই বলো ওকে কি ডেয়ার দেওয়া যায়....(রিয়াদ)
----"হায় রে এরা আমায় কি ডেয়ার দিবে আল্লাহ হেলেপ,আমি আর জীবনে কাউরে ডেয়ার দিমু না....
0 Comments