লেখিকাঃ আশা রোজমেরি
যাত্রা কালে নদীর পাড় থেকে ক্যাথান আর এলিন এর ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে তারা চারজন।রাজকন্যা এলাইসার সাথে বসেছে এট্রেসি।এই গুন সম্পূর্ণা নারীকে সে সেচ্ছায় নিজের ঘোড়ায় সওয়ার করেছে।অজানা টান আর ভালো লাগা থেকে।আর এলিন এর সাথে বসেছে এডমাইন।এডমাইন মনের অজান্তেই চেয়েছিলো রাজকন্যার সাথে বসতে।এলিন এর সাথে বসে তাই বার বার এলাইসার ঘোড়ার ছুটে চলার দিকে তাকাচ্ছে।কি তে*জস্ক্রিয় ছুটে চলা।মনে হচ্ছে পাহাড়-পর্বত,নদী-সাগর সব নিমিষেই পার করে ছুটে যাবে সাত সমুদ্র তেরো নদীর পাড়।নিজের ভালবাসাকে উদ্ধার করার জন্য।রাতের আঁধার বাড়ার সাথে সাথে চোখের আলো নিভে এলো।চারদিক শুধুই অন্ধকার।তারপর শুধু ঘোড়ার ছুটে চলার শব্দ পুরো জঙ্গলে ছড়িয়ে গেলো।টগবগ, টগবগ, টগবগ
তারা একসময় কিছুটা আলোকিত জায়গায় পোঁছালো।বুঝতে পারলো এই সেই শেষের বন।আন্দ্রেয়ার মায়াবী আলোয় আলোকিত হয়ে আছে।এখানে পরীদের বাস ছিলো একসময়।এখন ডা*ইনী আন্দ্রেয়ার প্রভাবে সেসব কমে এসেছে।আন্দ্রেয়া এক অশুভ শক্তি।যার কবলে পরীদের সর্দারনী রোজালিয়া, অকালে জীবন দিয়েছেন।
তারা বনের সীমানায় পা রাখতেই দুরন্ত ঘোড়া থমকে গেলো।পুরো বন যাদু দ্বারা আচ্ছাদিত করা।তাই তারা ঘোড়া থেকে নামলো।কোনো কিছু সাথে নিয়ে যাওয়া যাবেনা নিজেদের রক্ষা করার মতো।যাতে আন্দ্রেয়াকে কেউ পরাজিত করতে না পারে।সবটা বুঝেও তাদের পিছু হঁটার উপায় নেই।মেনানকে বাঁচাতে হবে।সাথে আরো অনেক মানুষ,বনের পশু পাখিদেরকেও।
ঘোড়া রেখে তারা বনের মধ্যে পা রাখলো।যেনো কোনো মায়া পুরীতে এসে পরেছে।চারদিক এতো জাঁকজমকপূর্ণ।পাকা ফলের গ্রাণ নাকে এসে পেটে ঢুকে যাচ্ছে।বেলী,রজনীগন্ধা,গন্ধরাজ সহ আরো সুভাসিত ফুলের সুবাসে মন প্রান জুড়িয়ে যাচ্ছে।তাইতো কাঠুরেদের এই বন এতো টানে।
হঠাৎ আন্দ্রেয়ার আবির্ভাব হলো।এলাইসা,এলিন,এডমাইন,এট্রেসি প্রত্যেকের হাতেই তীর ধনুক প্রস্তুত।যেই মারতে যাবে, তখনই রুপ পরিবর্তন হয়ে গেলো।তারা দেখতে পেলো তাদের সামনে মেনান দাঁড়িয়ে আছে।এলাইসা ভাবলো মেনান সাধারন মানুষ,সে রুপ পরিবর্তন করতে পারবেনা।এটা ডা*ইনিরই কাজ।আমাদেরকে ধরার জন্য ছল করছে।ওকে এখনই আক্রমণ করতে হবে।কিন্তু এই সময়ের মধ্যেই মেনান কথা বলে উঠলো,
-- রাজকুমারী এলাইসা,আমি কাঠুরে মেনান।আমাকে মা*র*বেন না।ডা*ইনি ঘুমাচ্ছে।আমি প্রথমে পাখি হয়ে গাছের ডালে ছিলাম।আন্দ্রেয়া ঘুমাতেই তার রুপ ধরে এখানে এলাম।যদি কোনো ভাবে তার বিত্তরা টের পেয়ে যায়, তাহলে আমাদের সবাইকে আটকে ফেলবে।আমরা কেউ বেরোতে পারবোনা।আমি ডা*ইনী রুপে থাকলে ভাববে আপনাদের বন্দী করতে এসেছি।
"কথা গুলো বলতে বলতে মেনান আবার ডা*ইনী রুপ ধারন করে নিয়েছে।পাছে যদি কোনো বিত্ত দেখে নেয়, তাই।আর এমন ভান করলো যেনো, সে ওদেরকে বন্দি করছে।তারপর এক নির্জন নিরাপদ জায়গায় নিয়ে গেলো।তারপর সব পরিকল্পনা বললো।আগে মায়া পরীর যাদুর কাঠি উদ্ধার করতে হবে।তারপর ডা*ইনীর হাতের লাঠি।কারন তার শক্তি ও প্রান ভ্রমরা রয়েছে ঐ লাঠিতে।তাকে ধ্বং*স করার জন্য সেটা আগে কেড়ে নিতে হবে।"
"তারা সবাই-ই সায় দিলো পরিকল্পনা অনুযায়ী আগানোর জন্য।তারপর মেনান, আন্দ্রেয়া রুপে বনের চারদিক ঘুরতে লাগলো।আন্দ্রেয়ার বিত্তদের বোকা বানানোর জন্য।"
এই সুযোগে এলাইসা,এলিন,এডমাইন আর এট্রেসি ঘুমন্ত ডা*ইনীকে চারদিক থেকে আক্রমণ করলো।প্রথমে একটা গাছের সাথে বেঁধে নিলো।তারপর ওর গায়ে তী*র ছুড়তে লাগলো।তী*রের আঘাতে আন্দ্রেয়া জেগে গেলো।যাদু প্রয়োগ করে নিজের বাঁধন খুলে ফেললো।তারপর পাল্টা আক্র*মণ শুরু করলো।
-----------------------★----------------------
এনথা উত্তরের জঙ্গল তন্নতন্ন করে খুঁজলো কিন্তু এলাইসার কোনো চিহ্ন টুকুও নেই।এলাইসার জন্য এনথার মনে বিপদের আঁ*চ লাগলো।জীবনের ঝুঁ*কি নিয়ে এই প্রথম নিজের সুপার পাওয়ার কাজে লাগালো।দেখতে পেলো এলাইসা আন্দ্রেয়ার কবলে আছে পরী রানী রোজালিয়ার মায়া বনে।এনথা আর এক মূহুর্ত সময় নষ্ট করলো না।চোখের পলকে পৌঁছে গেলো মায়াবনে।কিন্তু ভিতরে ডুকতে পারছিলো না।হঠাৎ নজরে এলো, এলাইসার ঘোড়া ক্যাথান আর আস্তাবলের সব থেকে শক্তিশালী ঘোড়াটার দিকে।এনথা মায়াবনের চারপাশ যাদুমুক্ত করে দিলো।তারপর ঘোড়াদের সাথে নিয়ে বনে প্রবেশ করলো।
0 Comments