লেখিকাঃ আশা রোজমেরি

সূর্য উঁকি দিতেই ঘুমকে বিদায় জানিয়ে রাজ্যবাসী জেগে উঠেছে।ইতিমধ্যেই মানুষের হইচই শুরু হয়ে গেছে।এলাইসা রাজসিংহাসনে অবস্থান করেছে।সব কিছু ব্যবস্থাপনার দায়িত্ব তার হাতে।এলিন তার নির্দেশ মোতাবেক সবার কাজ সবাইকে বুঝিয়ে দিয়েছে।এনথা বাইরের দিক সামলেছে।সারাদিন মহাভোজের আয়োজন চললো।নাচ, গানে প্রজারা সবাই মেতে থাকলো।দিনের আলো ফুরিয়ে ধরিত্রীর বুকে রাত নেমে এলো।রাতের দশটা পর্যন্ত অনুষ্ঠান বহাল থাকলো।তারপর অনুষ্ঠানের ইতি টেনে সবাই ফিরলো যার যার বাড়িতে।
রাত গভীর হয়েছে।এনথা তার শক্তি বলে জানতে পেরেছে ঘোড়াশালায় ডাই*নী আন্দ্রেয়ার মেয়ে জেসি আ*ক্রমণ করেছে।এলাইসা ত*লোয়ার নিয়ে বের হলো।এলিন তাকে যেতে দেখে নিজেও বের হলো।ঘোড়া গুলো নিজেদের রক্ষা করতে হ্রেসাধ্বনি করতে লাগলো।জেসি এলাইসাকে কষ্ট দেওয়ার জন্য আগে ক্যাথানকে আ*ক্রমন করেছে।এলাইসা আর এলিন যখন যু*দ্ধ শুরু করলো।জেসি তখন তার ডা*ইনী রুপ ধারন করে ফেললো।সে যাদু প্রয়োগ করে বার বার ব্যর্থ হচ্ছিলো।বুঝতেছিলো না কেনো।এলাইসাও হতবাক হলো।তার এই ব্যর্থতার জন্য সে র*ক্তা*ক্ত হয়ে প্রান হাতে নিয়ে পালিয়েছে।এনথা, হেল্প করতে পেরে খুব খুশি হলো।রাতে আর এনথা এলাইসার সাথে অন্দরে গেলোনা পালংকে শুতে।সে ঘোড়াশালায় রয়ে গেলো।যে কোনো মূহুর্তে বিপদ আসতে পারে তাই ভেবে।
---------------★-----------------
সকাল হতেই এলাইসা রাজ্য ঘুরতে বেরিয়ে পরলো। সাথে গেলো মন্ত্রী এডওয়াড।ফুলের বাগান,ফসলি জমি সব হেঁটে দেখলো।মালি আর চাষিদের সাথে গল্প করেছে, কাজে সাহায্য করেছে।কিছু দিনের মধ্যেই সব ধান পেকে যাবে।সবজি খাওয়ার উপযোগী হবে।সব কিছু এতো ভালো দেখে তার মন ফুরফুরে হয়ে গেলো।সে ভাবলো রাজ্যের শোচনীয় অবস্থা দূর হবে।গুদামের রক্ষিত খাদ্যশস্য শেষের পথে।এগুলা তুলতে পারলে আবার গোলা ভরে উঠবে।
"যাদু আয়নায় এলাইসার খুশি দেখে জেসি রাগে ফেটে গেলো।সে ভাবলো আমি এসবের কিচ্ছু হতে দিবোনা।"

ভাবনার মাঝে এলাইসা হঠাৎ দেখতে পেলো একটা বাচ্চা মেয়ে মা এর হাত ধরে এদিকেই আসছে।তার বাবা কাজ করছে জমিতে।তাই খাবার নিয়ে এসেছে।এলাইসার খুব এট্রেসির কথা মনে পরলো।মন কেমন করে উঠলো।তারপর ভাবলো একদিন দেখা করে আসবে।তারপর প্রাসাদে ফিরে গেলো।

এভাবে সাত দিন পার হলো।
একদিম আকাশ কালো মেঘে ছেয়ে গেলো।মুষলধারে বৃষ্টি নামলো।সব ফসলি জমি পানিতে ভেসে গেলো বন্যায়।চাষিরা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পরলো।তারা না খেয়ে কতো দিন থাকবে।রাজ্যে খাদ্য সংকট দেখা দিলো।

বন্যার পানি নামছে না।নতুন করে কি করে হাল চাষ করবে বীজ বুনবে।রাজকন্যা কান্নায় ভেঙে পরলো।আচমকা তার মনে পরলো মায়া পরীর কথা।সে চোখ বন্ধ করে মায়া পরীকে স্মরণ করলো।চোখ খুলতেই দেখলো তার সামনে মায়া পরী হাজির।মায়া পরীকে তাদের রাজ্যের দুরবস্থার কথা জানালো।সব শুনে মায়া পরী তার যাদু কাঠি দিয়ে সব পানি সরিয়ে আগের মতো করে দিলো।তাই দেখে জেসি খুব রেখে গেলো।তার চেষ্টা মায়া পরী ব্যর্থ করে দিয়েছে।এর প্রতিশো*ধ সে অন্য ভাবে নিবে।
মায়া পরী নতুন বীজ দিয়ে গেলো।বললো,
--এগুলো বপন করো রাজকুমারী।তাহলে আগামী এক মাসের মধ্যে আবার ফসলি জমি পরিপক্ক হয়ে যাবে।রাজ্যে অভাব থাকবে।

এলাইসা খুশি হয়ে গ্রহন করলো।এবং কৃতজ্ঞ হয়ে বললো,
--বনে ভালো না লাগলে তুমি আমাদের রাজ্যে এসে ঘুরে যেও।কেউ তোমাকে কিছু বলবেনা।সবাই তোমার কথা শুনেছে।তোমাকে সবাই ভালবাসে।

মায়া পরী আনন্দিত হয়ে বিদায় নিলো।তারপর রাজ্য বাসীদের ডেকে সবাই মিলে হাতে হাত লাগিয়ে বীজ বপনের কাজ শুরু করলো।পরের দিনই দেখতে পেলো,ফসলি জমি সবুজে ভরে উঠেছে।তাদের আনন্দ যেনো উপচে পরলো।
কিন্তু রাজকন্যা ভাবলো এগুলো যথেষ্ট নয়।এছাড়াও এই একমাস তারা কি করবে।তাই এলিনকে সাথে নিয়ে এডমাইনদের পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো।উত্তরের জঙ্গল পেরিয়ে ঘোড়া ক্ষিপ্র ক্ষতিতে এগিয়ে চললো।তার বেলা শেষে পৌঁছে গেলো সেখানে।হেনরি,এট্রেসি তাদের পাহাড়ি ছোট্ট কুটিরেই ছিলেন।রাজকন্যাকে দেখে তারা খুব খুশি হলো।তারা দুজনেই এলাইসা আর এলিনকে জরিয়ে ধরলো।তারপর খাবার এর ব্যবস্থা করলো।খাওয়া শেষে সব কথা শুনলো।হেনরি আর এট্রেসি দুজনেই শো*কাহত হলো।

এডমাইন পাহাড়ি ঢালুতে জুম চাষ করে।সেখানে অনেক ফলন হয়।তাই তারা এলাইসাদের নিয়ে এডমাইন এর কাছে গেলো।ঝুম চাষ দেখে এলাইসার চোখ জুরিয়ে গেলো।কিন্তু ভাবলো, অন্যের কষ্টের ফলন সেতো সব নিয়ে নিতে পারেনা।ওরা খেটে খাওয়া মানুষ।ওদের পাশে উল্টো আমাদের দাঁড়ানোর কথা।কিন্তু আমরা কখনো খোঁজ নেইনি।যাইহোক,আমিও এডমাইন এর সাথে কাজ করবো।
এলাইসাকে দেখে এডমাইন অনাকাঙ্ক্ষিত আনন্দে মেতে উঠলো।এলাইসাকে সে খুব মিস করতো।কিন্তু রাজকন্যারা তো আকাশের চাঁদ।ধরা ছোঁয়ার বাইরে।তাই মনের ইচ্ছে টুকু ইচ্ছেতেই সীমাবদ্ধ রেখেছিলো।আবার দেখতে পাবে এই আশা টুকু তার ছিলোনা।কিন্তু ভাগ্য তাকে ফিরায়নি।সে এলাইসার উদ্দেশ্যে বললো,
--রাজকুমারী ভালো আছেন?
--আমরা ভালো নেই এডমাইন। (মন খারাপ করে বললো)
"এডমাইন এর মুখটা আঁধারে ছেয়ে গেলো।"
--কি হয়েছে জানতে পারি?
--বলার জন্যই তো এসেছি।
তারপর সবটা বললো।এডমাইন সবটা শুনে রাজকুমারীর কাছে একটা আবেদন রাখলো।রাজকুমারী আবেদন গ্রহন করলো।তারপর তারা বললো কাল থেকে আমরা নতুন উদ্দোমে কাজ শুরু করবো।তারা দুই হাত এক করলো।এট্রেসি আর হেনরি খুব খুশি হলো।